মেহেরপুর জেলা বাস্তুহারা লীগের ৫ম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মেহেরপুর অফিস: গতকাল শনিবার দুপুরে মেহেরপুর জেলা আওয়ামী বাস্তুহারা লীগের ৫ম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী বাস্তহারা লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার লুৎফর রহমান। সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বাস্তুহারা লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। জেলা বাস্তুহারা লীগের সভাপতি সামসুল আলম মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আব্দুল হালিম, আমদাহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. কাজী শহিদুল ইসলাম, বাস্তুহারা লীগ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা নূরউদ্দিন খান টেনু, যুগ্ম সাধারণ সম্পাদক যশোর জেলা বাস্তুহারা লীগের সভাপতি শেখ ইউনুচ আলী, সাংগঠনিক সম্পাদক-১ সরদার মকবুল হোসেন, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান লাবলু, কুষ্টিয়া জেলা বাস্তুহারা লীগের সাধারণ সম্পাদক শাওন আক্তার। স্বাগত বক্তব্য রাখেন- জেলা বাস্তুহারা লীগের সাধারণ সম্পাদক ফিরোজ আলী। উপস্থিত ছিলেন জেলা শ্রমিকলীগের আহ্বায়ক মো. এনামুল হক, যুগ্মআহ্বায়ক মো. মাহাবুব এলাহী, সদর থানা শ্রমিক লীগের সভাপতি সাজেদুর রহমান সাজু, সদর উপজেলা বাস্তুহারা লীগের সভাপতি সোহেল আহমেদ, সাধারণ সম্পাদক এসএম রাসেল আহম্মেদ, জেলা বাস্তুহারা লীগের সাংগঠনিক সম্পাদক রাফিউল ইসলাম রকি প্রমুখ।