মালালার নামে গ্রহাণু

মাথাভাঙ্গা মনিটর: পাকিস্তানে নারী শিক্ষা আন্দোলনের কর্মী মালালা ইউসুফজাইয়ের নামে মহাকাশের একটি গ্রহাণুর নামকরণ করেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। কোনো ব্যক্তির নামে গ্রহাণুর নামকরণ একেবারেই বিরল। মহাকাশে মঙ্গল ও বৃহস্পতি গ্রহের মাঝে মূল গ্রহাণুপুঞ্জের কক্ষপথে ওই গ্রহাণু অবস্থিত। ২০১০ সালে নাসার বিজ্ঞানী অ্যামি মেইনজার এটি আবিষ্কার করেন। তখন অ্যামি এর নাম দেন ৩১৬২০১। পরে তিনি মালালার নামে এর নাম রাখেন। সর্বকনিষ্ঠ নোবেল বিজয়ী মালালার নামে নাম রাখা গ্রহাণুটির ব্যাস চার কিলোমিটার। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে এর সাড়ে ৫ বছর সময় লাগে। আন্তর্জাতিক জ্যোর্তিবিজ্ঞান ইউনিয়নের নিয়ম অনুসারে কোনো গ্রহাণুপুঞ্জের আবিষ্কারক সেটি নামকরন করতে পারেন। আর এ অধিকার বলেই অ্যামি তার আবিষ্কৃত গ্রহাণুটি মালালার নামে রাখেন। এ বিষয়ে অ্যামি মেইনজার জানান, মেয়েদের শিক্ষার অধিকার অর্জনে আন্দোলনকারী মালালাকে সম্মান জানাতে গ্রহাণুপুঞ্জের এমন নাম দিয়েছেন তিনি।