বাংলাদেশকে হারাতে আত্মবিশ্বাসী আজহার

মাথাভাঙ্গা মনিটর: নিজেদের মাটিতে ওয়ানডেতে বেশ শক্তিশালী বাংলাদেশকে হারাতে আত্মবিশ্বাসী অধিনায়ক আজহার আলী। পাকিস্তানের নতুন এই ওয়ানডে অধিনায়ক মনে করেন, ইতিবাচক ক্রিকেট খেলতে পারলেই বাংলাদেশকে হারানো সম্ভব। এ সাফল্য পেতে নিজ দলের তরুণদের ওপর আস্থা আছে তার। প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনাল খেলা বাংলাদেশকে অবশ্য হালকাভাবে নিচ্ছেন না আজহার। তাছাড়া নিজেদের মাঠে খেলা মাশরাফি-সাকিব-তামিমদের বাড়তি সমীহ জানাতেও ভোলেননি পাকিস্তান অধিনায়ক। নিজেদের মাঠে বাংলাদেশ কঠিন প্রতিপক্ষ, তাদের হারাতে আমরা ইতিবাচক মানোভাব নিয়ে খেলবো।
একদিন আগেই দলের তরুণ ক্রিকেটারদের ওপর আস্থা থাকার কথা জানিয়েছিলেন কোচ ওয়াকার ইউনিস। কোচের সুরে সুর মিলিয়েছেন আজহারও। পাকিস্তান অধিনায়ক জানান, বাংলাদেশ সফরে তার দলের তরুণরা ম্যাচ জেতাতে পারে। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপের পর ওয়ানডেকে মিসবাহ-উল হক বিদায় বলে দিলে পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক হন আজহার। তিনি জানান, প্রতিপক্ষকে হারানোর জন্য মিসবাহর কাছ থেকে অনেক কৌশল শিখেছেন তিনি। বাংলাদেশ সফরে ২টি টেস্ট, ৩টি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। ১৭ এপ্রিল মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে সিরিজ।