স্টাফ রিপোর্টার: ফরিদপুরের ভাঙ্গায় গাছে বাসের ধাক্কায় ২৫ জন নিহতের ঘটনায় ওই বাসের চালককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল থেকে সোনারতরী পরিবহনের ওই বাসটির চালক জাকির হোসেনকে গ্রেফতার করা হয়। দুর্ঘটনার পর থেকেই জাকির ও তার সহকারী মন্টু মিয়া ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ হোসেন সরকার জানান, হতাহতের ঘটনায় ভাঙ্গা হাইওয়ে থানায় পুলিশের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। ওই মামলার একমাত্র আসামি জাকির। তাকে অ্যাম্বুলেন্সে করে ফরিদপুর নিয়ে যাওয়া হয়েছে। গত ৯ এপ্রিল রাতে ঢাকা থেকে খেপুপাড়াগামী সোনারতরী পরিবহনের বাসটি ভাঙ্গা উপজেলার কৈডুবি এলাকায় গাছের সাথে ধাক্কা লেগে ২৫ জন নিহত হয়।