মাথাভাঙ্গা মনিটর: পাকিস্তানে একটি বাঁধ নির্মাণ প্রকল্পের অন্ততপক্ষে ২০ কর্মীকে ঘুমন্ত অবস্থায় গুলি করে খুন করেছে অজ্ঞাত বন্দুকধারীরা। গত শুক্রবার রাতে দেশটির দক্ষিণপশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের তুরবাত শহরের কাছে এ ঘটনা ঘটেছে। বন্দুকধারীরা প্রকল্পের আট নিরাপত্তাকর্মীকে পরাজিত করে প্রকল্প এলাকার ভেতরে প্রবেশ করে ওই শ্রমিকদের গুলি করে। হামলার পরপরই মোটরসাইকেলে করে পালিয়ে যায় তারা। এদিকে বিচ্ছিন্নতাবাদী বেলুচিস্তান লিবারেশন ফ্রন্ট এ হামলার দায়িত্ব স্বীকার করেছে। গোষ্ঠীর এক মুখপাত্র বলেছেন, পাকিস্তানের সেনাবাহিনী এবং এ প্রদেশে সেনাবাহিনীর নির্মাণ প্রকল্পে কর্মরতরা তাদের হামলার লক্ষ্য। নিহত সবাই বেলুচিস্তানের বাইরে থেকে আসা শ্রমিক বলে নিশ্চিত করে পুলিশ জানিয়েছে, হামলার ধরন বিবেচনায় এটিকে সুপরিকল্পিত হত্যা বলে সন্দেহ করছেন তারা।