পশ্চিমবঙ্গের কিশোরীকে ধর্ষণ : অভিযুক্ত বাবা-চাচা ও ভাই
মাথাভাঙ্গা মনিটর: ভারতের পশ্চিমবঙ্গে এক কিশোরীকে দু বছরেরও বেশি সময় ধরে তারই বাবা, চাচা ও ভাই ক্রামগত ধর্ষণ করেছে। জলপাইগুড়ি পুলিশ জানায়, কিশোরীর অভিযোগের ভিত্তিতে শনিবার ওই তিন ব্যক্তিকে আটক করা হয়েছে। ওই কিশোরী ধুপগুরি শহরের একটি স্কুলের শিক্ষার্থী। বৃহস্পতিবার স্কুলের একজন শিক্ষককে সে এ ঘটনা জানায়। পরে তাকে থানায় নিয়ে যাওয়া হয় এবং শুক্রবার সে একটি মামলা দায়ের করে। জলপাইগুড়ি জেলা পুলিশের মুখপাত্র কেএল শেরপা বলেন, তার বাবা একজন কৃষক। যার বয়স প্রায় ৫০ বছর। কিশোরীর অভিযোগ তার বাবা তাকে অনেকবার ধর্ষণ করেছে, তার চাচাও তাকে ধর্ষণ করেছে এবং তার ভাইও তাকে ধর্ষণ করা শুরু করেছে। ওই কিশোরী পুলিশকে আরও জানায়, সে দুবার গর্ভবতী হয়ে পড়েছিলো এবং তাকে জোর করে গর্ভপাত করানো হয়। কিশোরীর মা এ সব ঘটনা জানতেন এবং বিষয়টি নিয়ে তিনি চুপচাপ থেকেছেন। ওই কিশোরী বর্তমানে তার একজন নারী আত্মীয়র জিম্মায় আছে বলে জানায় পুলিশ।