টিপ্পনী

খবর:(আলমডাঙ্গা ঘোষবিলার এনএসবি ইটভাটায় মধ্যরাতে সন্ত্রাসীচক্রের সশস্ত্র হানা)

গভীর রাতে দিচ্ছে হানা

ওরা কারা সবার জানা

কিন্তু কথা বলতে মানা

পুলিশ শুধু সাজে কানা।

 

অনেক মানুষ বখরা তোলে

বেজায় রকম ভুঁড়ি ফোলে

মিল রয়েছে তেতুল-ওলে

হচ্ছে খাওয়া ইলিশ ঝোলে।

 

আইন কানুন উঠলো লাটে

কার যে কোথায় মাথা ফাটে

উঠছে চাঁদা ঘাটে ঘাটে

ভাঙছি না আর হাঁড়ি হাটে।

 

-আহাদ আলী মোল্লা