জীবননগরে ৯ জুয়াড়ি আটক করেছে ডিবি পুলিশ

জীবননগর ব্যুরো: চুয়াডাঙ্গা জেলা ডিবি পুলিশের একটি টিম জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামে অভিযান চালিয়ে ৯ জুয়াড়িকে আটক করেছে। গত শুক্রবার রাত সাড়ে ১০টায় সেনেরহুদা ক্লাবের পরিত্যাক্ত গোডাউন থেকে জুয়ো খেলা অবস্থায় হাতেনাতে ৯ জুয়াড়িকে আটক করে ডিবি। আটককৃতদের গতকাল শনিবার চুয়াডাঙ্গা সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়।

পুলিশ জানায়, চুয়াডাঙ্গা ডিবি পুলিশের এসআই আমির আব্বাস সঙ্গীয় ফোর্স নিয়ে জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের সেনেরহুদা গ্রামে অভিযান চালান। গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে সেনেরহুদার ক্লাবের পাশে আমির হোসেনের পতিত্যাক্ত গোডাউনে হানা দেয়। এ সময় সেনেরহুদা গ্রামের বজলু ব্যাপারীর ছেলে শরিফুল ইসলাম (২১), মৃত নবীস উদ্দীনের ছেলে ইসমাইল হোসেন ওরফে ছোট (২৮), জয়নাল আবেদীনের ছেলে শফিকুল ইসলাম (৪০), সেনেরহুদা মসজিদপাড়ার শুকুর আলীর ছেলে আরিফ (২৫), হাসান মোল্লার ছেলে আনারুল ইসলাম (২৬), মৃগমারী গ্রামের মৃত আরশেদ আলীর ছেলে মাহাবুল হোসেন (৩৫), সেনেরহুদা মাঝেরপাড়ার মকবুল হোসেনের ছেলে তরিকুল ইসলাম (২৪), মৃত আকবর আলীর ছেলে শওকত আলী (৩৮) ও উথলী বাজারপাড়ার মৃত মকছেদ মিয়ার ছেলে মন্টু মিয়াকে (৩০) আটক করে ডিবি। আটককৃতদের রাতেই জীবননগর থানায় দেয়া হয়। গতকাল শনিবার পুলিশ তাদের আদালতে সোপর্দ করে।