জীবননগর ব্যুরো: জীবননগর বাজারের ব্যবসায়ী কামাল হোসেন মন্টুর (৪৮) নিকট দু লাখ টাকা চাঁদা চেয়ে চিঠি দেয়া হয়েছে। গতকাল শনিবার ভোরে অজ্ঞাতনামা চাঁদাবাজচক্র তার শহরে বসুতিপাড়ার বাড়িতে এ চিঠি ফেলে রেখে যায়। চিঠিতে তার হাবলা ছেলের কোনো ক্ষতি না চেলে ধার্যকৃত চাঁদার টাকা পরিশোধ করা কথা বলা হয়েছে।
বসুতিপাড়ার মৃত আব্দুল খালেক মুন্সির ছেলে ব্যবসায়ী কামাল হোসেন মন্টু জানান, গতকাল শনিবার সকালে ঘুম থেকে ওঠার পর তিনি তার ঘরে এ চিঠি পান। ভোরে জানালা দিয়ে এ চিঠি ফেলে রাখা হয়েছে। চিঠিতে হুইপ পার্টি চুয়াডাঙ্গা নাম উল্লেখ করে একটি মোবাইলফোন নম্বর দিয়ে বলা হয়েছে দাবিকৃত চাঁদার টাকা না দেয়া হলে তার হাবলা ছেলের ক্ষতি করার হুমকি দেয়া হয়েছে। চিঠিতে অতিসম্প্রতি তার প্রতিবেশী সরকারি কর্মকর্তা আশাবুল হকের বাড়িতে বোমা রাখার কথা স্মরণ করিয়ে দেয়া হয়েছে। এ চিঠি পাওয়ার পর মন্টু ও তার পরিবার আতঙ্কিত হয়ে পড়েছে। এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।