স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার কুশোডাঙ্গা থেকে ৩ জনকে ধরে পিটুনির পর পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। গতরাত ৮টার দিকে তিনজনকে চোর সন্দেহে আটকের পর শুরু হয় গণপিটুনি। মধ্যরাতে পুলিশ তাদেরকে গ্রেফতার করে চিকিৎসার জন্য প্রথমেই হাসপাতালে নেয়। পরে নেয়া হয় সদর থানা কাস্টডিতে।
আটককৃতরা হলো- চুয়াডাঙ্গা জেলা সদরের খেঁজুরা গ্রামের মৃত বদর আলীর ছেলে জয়নাল (৫০), নফরকান্দির মসলেম উদ্দীনের ছেলে মোহাম্মদ আলী (২৫) ও জীবননগর বেনীপুর কুসুমপুরের মৃত জিন্নাত মণ্ডলের ছেলে রেজাউল হক (৩৭)।
পুলিশ বলেছে, চুয়াডাঙ্গা জেলা সদরের পদ্মবিলা ইউনিয়নের কুষোডাঙ্গা গ্রামে বহিরাগত কয়েকজন প্রবেশ করে। সন্দেহজনকভাবে ঘুরতে থাকে। গ্রামবাসী ৩ জনকে ধরে জিজ্ঞাসাবাদ শুরু করলে ওরা সদুত্তর দিতে না পারলে তাদের আটকে রেখে পুলিশে দেয়। গ্রামবাসী বলেছে, আটককৃতরা চিহ্নিত। এ কারণেই ধরে পিটুনির পর পুলিশে দেয়া হয়েছে। সরোজগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সেকেন্দার সঙ্গীয় ফোর্স নিয়ে তিনজনকে জনতার মাঝ থেকে গ্রেফতার করেন।