গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার মাথাভাঙ্গা নদীতে অবৈধভাবে উত্তোলনকৃত বালি ও ড্রেজার মেশিন জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। যার আনুমানিক মূল্য নির্ধারণ করা হয়েছে সাড়ে ৩ লাখ টাকা। গতকাল শনিবার দুপুর দেড়টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন এ রায় প্রদান করেন। ভ্রাম্যমাণ আদালতের অভিযানের খবর পেয়ে বালি উত্তোলনকারী ভবানীপুর গ্রামের গোলাম মোস্তফা আত্মগোপন করেছেন। তবে তাকে আগামীকাল সকালের মধ্যে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দে ভবানীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জকে আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট গাংনী উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন জানান, বালিব্যবসায়ী গোলাম মোস্তফা বেশ কিছু দিন যাবত ভবানীপুর পুলিশ ক্যাম্পের অদূরে দু স্থানে ড্রেজার দিয়ে বালি উত্তোলন করছিলেন। এতে নদীপাড়ের ফসলি জমি ও ঘরবাড়ি ভাঙনের হুমকিতে পড়ে। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বালি ও মাটি রক্ষা আইন ২০১০ মোতাবেক ড্রেজার মেশিন ও উত্তোলন করা বালি জব্দ করে স্থানীয় তহশিলদার বদরুল আলম ও ইউপি সদস্য মতিয়ার রহমানের হেফাজতে দেয়া হয়েছে। বালি ও ড্রেজার মেশিন বিক্রি করে সমুদয় অর্থ সরকারি কোষাগারে জমা দেয়ারও নির্দেশ দেয়া হয়।