কালীগঞ্জে ফেনসিডিলসহ যুবদল কর্মীকে আটক করেছে পুলিশ

কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ একাধিক মামলার আসামি যুবদলকর্মী সাইফুল ইসলামকে (২৭) ৪ বোতল ফেনসিডিলসহ আটক করেছে থানা পুলিশ। গতকাল ভোররাতের দিকে বারপাখিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। সে উপজেলার বারোপাখিয়া গ্রামের সদর উদ্দীন ওরফে সাবু কসাইয়ের ছেলে।

কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন জানান, যুবদলকর্মী সাইফুলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সে কলাহাটায় বোমা হামলা মামলার আসামি। এছাড়া ২০১৩ সালে নীমতলা বাসস্ট্যান্ডে পুলিশের গাড়ি ভাঙচুর করা মামলার আসামি। গোপন সংবাদ পেয়ে ৪ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়।