মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার বাড়াদী ইউনিয়নের নতিডাঙ্গা গ্রামে পূর্বশত্রুতার জের ধরে যুবককে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। সন্ধ্যায় বাড়িতে প্রবেশ করে টেনেহেঁচড়ে বাইরে বের করে নিয়ে এসে কুপিয়ে জখম করে বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, গতকাল শনিবার সন্ধ্যা ৬টার দিকে আলমডাঙ্গার বাড়াদী ইউনিয়নের নতিডাঙ্গা গ্রামের মোহাম্মদের ছেলে তরিকুলকে (২৮) কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ প্রতিবেশী। তিনি জানান, সন্ধ্যায় একই গ্রামের শুকরো ও তার ছেলে মঙ্গলসহ ৮-১০ আমাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। এ সময় পরিবারের লোকজন বাধা দিতে গেলে তাদেরও পিটিয়ে জখম করে চলে যায়। তরিকুল বাড়াদী ইউনিয়নের ২ নং ওয়ার্ড যুবলীগের সহসভাপতি।