স্টাফ রিপোর্টার: লেখক মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা ড. অভিজিত্ রায়ের সম্ভাব্য হত্যাকারীদের একটি তালিকা তৈরি করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তবে এ ঘটনার সাথে রাজধানীতে আরেক ব্লগার ওয়াশিকুর রহমান বাবু হত্যাকারীদের কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে শনিবার সাংবাদিকদের সাথে আলাপকালে ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম এ সব তথ্য জানিয়েছেন। মনিরুল ইসলাম বলেন, অভিজিত্ হত্যাকারীদের একটি সম্ভাব্য তালিকা তৈরি করা হয়েছে। তাদের গ্রেফতার করতে পারলে ওই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচিত হতে পারে। তবে অনলাইন অ্যাক্টিভিস্ট ওয়াশিকুর রহমান বাবুর হত্যাকারীদের সাথে অভিজিৎ রায়ের হত্যার কোনো সংশ্লিষ্টতাও পায়নি। তিনি বলেন, অভিজিত ও ওয়াশিকুর রহমান বাবু হত্যার ধরণ এক। তাই ওয়াশিকুরের হত্যায় গ্রেফতারদের সংশ্লিষ্টতা না পাওয়া গেলেও তাদের সন্দেহের ঊর্ধ্বে রাখা হচ্ছে না। ওয়াশিকুর হত্যার ১৫ দিন আগে পরিকল্পনা করা হয়। হত্যাকাণ্ডের পেছনে দুজন মাস্টারমাইন্ড হিসেবে কাজ করে। তাদের একজন হত্যাকারীদের কাছে ওয়াশিকুরের ছবি, ফেসবুক স্ট্যাটাস ও বাসার ঠিকানা দেয়। অপরজন হত্যা মিশনে যাওয়া পাঁচজনকে প্রশিক্ষণ দেয়।