বিশ্বকাপের সেরা দশে রুবেল

মাথাভাঙ্গা মনিটর: আইসিসির করা বিশ্বকাপের সেরা দশ বোলিঙে জায়গা পেয়েছেন বাংলাদেশের তারকা পেসার রুবেল হোসেন। বিশ্বকাপ শেষে আইসিসির অফিসিয়াল সাইট বিশ্বকাপের সেরা দশ ব্যাটিং, বোলিং, ক্যাচ ও ম্যাচ নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। সেখানেই রুবেলের এ অসামান্য কৃতিত্ব নিয়ে লেখা হয়েছে। রুবেল ছাড়াও সেরা দশ বোলিঙে জায়গা পেয়েছেন নিউজিল্যান্ডের টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, আফগানিস্তানের হামিদ হাসান ও শাপুর জারদান, অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক, জেমস ফকনার, দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির,  পাকিস্তানের ওয়াহাব রিয়াজ, ভারতের রবিচন্দ্রন অশ্বিন। বিশ্বকাপের গ্রুপ পর্বে ইংল্যান্ডের বিপক্ষে জয় নিয়ে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে উঠে বাংলাদেশ। আর সে ম্যাচে দুর্ধর্ষ বোলিং করেন রুবেল হোসেন। যার পুরস্কারস্বরুপ তিনি জায়গা পেয়েছেন সেরা দশে।

Leave a comment