মাথাভাঙ্গা মনিটর: তারুণ্য-নির্ভর পাকিস্তান দলের ওপর বেশ আস্থা আছে কোচ ওয়াকার ইউনিসের। তবে বাংলাদেশ সফর কঠিন হবে বলে শিষ্যদের সতর্ক করে দিয়েছেন তিনি। নিজেদের মাঠে বাংলাদেশ বরাবরই কঠিন দল বলে মনে করেন ওয়াকার। বাংলাদেশকে হালকাভাবে নেওয়া হবে না জানিয়ে পাকিস্তান কোচ বলেন, অবশ্যই এটা কঠিন একটা সিরিজ হবে। বাংলাদেশ অনেক উন্নতি করেছে এবং এখন তারা দারুণ দল। মাশরাফি বিন মুর্তজা আর সাকিব আল হাসানদের বিপক্ষে সিরিজে দলের তরুণদের ওপর আস্থা রাখার কথাও জানাতে ভোলেননি ওয়াকার। তরুণরা যোগ দেওয়ায় পাকিস্তান দলের শক্তি আগের চেয়ে বেড়েছে বলে মনে করেন তিনি। পারফরম্যান্সের জন্য উঠতি ক্রিকেটারদের চাপ দেওয়া হবে না জানিয়ে ওয়াকার বলেন, “আমি বিশ্বাস করি, নিজেদের কাজ করার মতো যথেষ্ট সামর্থ্য তাদের রয়েছে। বোলিং অ্যাকশনের ত্রুটি সারিয়ে বাংলাদেশ সফরে আসছেন সাইদ আজমল। গত আট মাস ধরে কঠোর পরিশ্রম করা এই স্পিনার নিজের সেরাটা নিয়েই ফিরেছেন বলে জানান ওয়াকার। বোলিং অ্যাকশনে ত্রুটির কারণে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপ খেলতে পারেননি আজমল। তবে লম্বা সময় মাঠের বাইরে থাকলেও অভিজ্ঞতা দিয়ে বাংলাদেশ সফরে আজমল সফল হবেন বলেও আশা করেন পাকিস্তান কোচ। বাংলাদেশ সফরে ২টি টেস্ট, ৩টি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। ১৭ এপ্রিল মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে সিরিজ।