ফেনসিডিল পাচারকালে জীবননগরে এইচএসসি পরীক্ষার্থীর আটক : ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

 

জীবননগর ব্যুরো: জীবননগরে ভ্রাম্যমাণ আদালতে এইচএসসি পরীক্ষার্থী সাদ্দাম হোসেনকে (১৯) ৬ মাসের কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের জীবননগর বিজিবি ক্যাম্পের সদস্যরা গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার পেয়ারাতলায় অভিযান চালিয়ে তাকে আটক করেন।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর সীমান্ত ফাঁড়ির টহল কমান্ডার হাবিলদার শওকত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার পেয়ারাতলায় অভিযান পরিচালনা করেন। এ সময় দামুড়হুদা উপজেলার রামনগর গ্রামের আবু বক্কর সিদ্দিকীর ছেলে এইসএসসি পরীক্ষর্থী সাদ্দাম হোসেনকে ৯ বোতল ফেনসিডিলসহ আটক করে বিজিবি। আটকের পর রাত ৯টার দিকে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। সাক্ষীদের সাক্ষ্যে অভিযোগ প্রমাণিত হলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক প্রথম শ্রেণির নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও নূরুল হাফিজ সাদ্দাম হোসেনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাসের কারাদণ্ডের আদেশ প্রদান করেন।

Leave a comment