দ. আফ্রিকাকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের তরুণদের

মাথাভাঙ্গা মনিটর: জাকির হাসান ও নাজমুল হোসেনের দারুণ ব্যাটিঙের পর বোলারদের দাপটে দ্বিতীয় ইয়ুথ ওয়ানডেতে সহজ জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে ১৪০ রানে হারিয়েছে তারা। গতকাল শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে জিতে সাত ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকরা।
টস জিতে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ২৫৯ রান করে বাংলাদেশ। ৭২ রানে তিন উইকেট হারিয়ে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের তরুণদের। তবে অধিনায়ক নাজমুলের সাথে ১০৭ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যান জাকির। ম্যাচসেরা নাজমুল খেলেন ৭৩ রানের চমৎকার এক ইনিংস। তার ১০৭ বলের দায়িত্বশীল ইনিংসটি গড়া ৭টি চার ও ১টি ছক্কায়। তার বিদায়ের পর অবিচ্ছিন্ন পঞ্চম উইকেটে মোহাম্মদ সাইফুদ্দিনের সাথে ৮০ রানের জুটি গড়েন জাকির।

Leave a comment