মাথাভাঙ্গা মনিটর: বাংলাদেশের ব্লগার ওয়াশিকুর রহমান বাবু (২৬) হত্যাকাণ্ডের ঘটনায় নিন্দা জানিয়েছেন জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থার (ইউনেস্কো) মহাপরিচালক ইরিনা বোকোভা। ইউনেস্কোর মহাপরিচালকের কার্যালয় গত বৃহস্পতিবার এক বার্তায় এ নিন্দা জানানো হয়। বার্তায় ইউনেস্কোর মহাপরিচালক ইরিনা বোকোভা বলেন, মুক্তচিন্তা এবং মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা করতে ব্লগার ওয়াশিকুর রহমান বাবু হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সবাইকে বিচারের মুখোমুখি করা প্রয়োজন। বাংলাদেশ সরকারের উচিত গুরুত্বের সাথে এ হত্যাকাণ্ডের বিচার করা। জানা গেছে, রাজধানীর তেজগাঁওয়ের দক্ষিণ বেগুনবাড়িতে ৩০ মার্চ সকাল সাড়ে ৯টার দিকে বাসা থেকে বের হওয়ার পর ব্লগার ওয়াশিকুর রহমান বাবুকে দিন-দুপুরে রাস্তায় চাপাতি দিয়ে কুপিয়ে খুন করে আবু তাহের, জিকরুল্লাহ (২০) ও আরিফুল ইসলাম (১৯) নামে তিন তরুণ। পুলিশ তাৎক্ষণিক খুনিদের ধাওয়া দিয়ে ঘটনাস্থলের কিছুদূর থেকে জিকরুল্লাহ ও আরিফুলকে আটক করে। অন্যদিকে আবু তাহের পালিয়ে যেতে সক্ষম হন।