শিক্ষক মীর মাহতাবের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠান

জীবননগর ব্যুরো: জীবননগর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রবীণ শিক্ষক মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সদ্য প্রয়াত মীর মাহতাব আলীর রুহের মাগফেরাত কামনা করে গতকাল বৃহস্পতিবার দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। জীবননগর পাইলট হাইস্কুলের আয়োজন স্কুলের অফিসকক্ষে এ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুন্সি আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় শিক্ষক মীর মাহতাব আলীর বর্ণময় কর্মজীবন নিয়ে আলোচনা করেন সাবেক প্রধান শিক্ষক আবুল হাশেম, সাবেক প্রধান শিক্ষক সেলিম রেজা, শিক্ষক আবুল কাশেম, মাও. গোলাম রব্বানী, শফি উদ্দিন ও মতিয়ার রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের প্রবীণ ধর্মীয় শিক্ষক মাও. গোলাম রব্বানী।

Leave a comment