মেহেরপুর অফিস: মেহেরপুর শহর আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক পৌরসভার সাবেক প্যানেল মেয়র মিজানুর রহমান রিপনের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার মরহুমের পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফেরাত কামনাসহ নানা কর্মসূচি পালন করা হয়। দুপুরে মেহেরপুর সরকারি শিশু পরিবারে খাবার পরিবেশন করা হয়। মেহেরপুর ঘাটপাড়া নূরানি মাদরাসার ছাত্রদের খাবার পরিবেশন শেষে সেখানে মরহুম মিজানুর রহমান রিপনের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। এছাড়া বাদ আছর শহরের মসজিদে তার আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। এছাড়া পরিবারের পক্ষ থেকে গভীর শ্রদ্ধাঞ্জলি জানিয়ে শহরে পোস্টারিং করা হয়।
উল্লেখ্য, ২০১১ সালে ১ এপ্রিল রাত সোয়া ৯টার দিকে শহর আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক পৌরসভার সাবেক প্যানেল মেয়র মিজানুর রহমান রিপন নিজ ব্যবসা প্রতিষ্ঠান রাজধানী শপিং সেন্টারে একজন কাউন্সিলর, একজন ঠিকাদার ও কর্মচারীসহ বসে গল্প করার সময় সন্ত্রাসীরা তাকে হত্যার উদ্দেশেবোমা নিক্ষেপ করে। এতে মারাত্মক আহত রিপনকে দ্রুত উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় রেফার করেন। ঢাকার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই বছরের ৮ এপ্রিল মারা যান।