মেহেরপুরে দু দিনব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলার সম্পন্ন

মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে মেহেরপুরে দু দিনব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলা শেষ হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহীনুজ্জামান বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও মেলার সমাপ্তি ঘোষণা করেন।

এর আগে গত বুধবার বিকেল ৫টায় সদর উপজেলা পরিষদ চত্বরে জেলা প্রশাসক মো. মাহমুদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ওই মেলার উদ্বোধন করেন। এ উপলক্ষে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহীনুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মাহমুদ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাজেদুর রহমান খান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাও. মাহাবুবুল আলম, রোমানা আহমেদ রুমা ও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন। উদ্বোধন শেষে জেলা প্রশাসকসহ অতিথিরা মেলার স্টল পরিদর্শন করেন। মেলায় মোট ২৫টি স্টল স্থান পায়।

Leave a comment