মৃত্যুদণ্ড কখনোই অপরাধ দমন করতে পারে না : ইইউ

মাথাভাঙ্গা মনিটর: মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামের সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ড বহাল থাকায় প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ঢাকায় অবস্থিত সংস্থাটির কার্যালয় থেকে গতকাল বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমে বার্তা পাঠিয়ে ওই প্রতিক্রিয়া জানানো হয়। বিবৃতিতে বলা হয়, সাজা হিসেবে মৃত্যুদণ্ড কখনোই অপরাধ দমন করতে পারে না। বরং এতে বিচারের উদ্দেশ্য সফল হয় না। আর ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) যেকোনো ধরনের মৃত্যুদণ্ডের বিপক্ষে। ইউরোপীয় ইউনিয়ন জানায়, এ ধরনের সাজা বৈশ্বিকভাবে বিলুপ্তির জন্য ইইউ ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। যার পরিপ্রেক্ষিতে ইইউ বাংলাদেশের কর্তৃপক্ষকে আহ্বান জানাচ্ছে, মৃত্যুদেণ্ডর মতো সাজা স্থগিত করা হোক।