ঝিনাইদহে রেডিও সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে রেডিও সাংবাদিকতা বিষয়ক দু দিনব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রেডিও সাংবাদিকতার মাধ্যমে তরুণ-যুবকদের আর্থসামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে ঝিনাইদহের কমিউনিটি রেডিও ঝিনুক (৯৯.২ এফএম) এ প্রশিক্ষণের আয়োজন করে।

ফ্রি প্রেস আনলিমিটেড এবং ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহযোগিতায়, বিএনএনআরসি ও সৃজনী বাংলাদেশের সহযোগীতায় রেডিও ঝিনুকের করফারেন্স রুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ দেন স্থানীয় দৈনিক বীরদর্পণের ভারপ্রাপ্ত সম্পাদক এম রায়হান ও সময় টিভির জেলা প্রতিনিধি শাহনেওয়াজ খান সুমন। প্রশিক্ষণে রেডিও ঝিনুকের সম্ভাবনাময় ১৮ জন কমিউনিটি ব্রডকাস্টার অংশ নেন। গত বুধবার সকালে প্রশিক্ষণের উদ্বোধন করেন সৃজনী বাংলাদেশের সিনিয়র সহকারী পরিচালক দীপক চক্রবর্তী। এ সময় উপস্থিত ছিলেন সৃজনী বাংলাদেশের প্রশাসনিক কর্মকর্তা ওহিদুল ইসলাম, রেডিও ঝিনুকের স্টেশন ম্যানেজার পারভীন নাহার, সাউন্ড এডিটর মোহাম্মদ রাসেল, অনুষ্ঠান প্রযোজন মাসুদুজ্জামান ও কর্মশালার সমন্বয়কারী আরিফুজ্জামান।