ঝিনাইদহে বিএনপি-জামায়াত ও শিবিরের ৮ নেতাকর্মী আটক

ঝিনাইদহ প্রতিনিধি: নাশকতার আশঙ্কায় ঝিনাইদহের বিভিন্ন উপজেলা থেকে ৮ বিএনপি জামায়াত ও শিবির নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে ১ বিএনপি, ৫ জামায়াত ও ২ শিবির নেতাকর্মী রয়েছেন। আটককৃতরা হলেন- কালীগঞ্জ উপজেলার শিবিরনেতা কর্মী তারিকুল ইসলাম, হোসেন আলী, সদর উপজেলার বিএনপি কর্মী মাহমুদুল হাসান, হরিণাকুণ্ডু উপজেলার জামায়াত কর্মী জাহাঙ্গীর আলম, তোফাজ্জেল হোসেন, বজলুর রহমান, ইব্রাহিম হোসেন ও জাকিরুল ইসলাম।

ঝিনাইদহের পুলিশ সুপার আলতাফ হোসেন জানান, নাশকতার আশঙ্কায় পুলিশ বৃহস্পতিবার ভোররাতে জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালায়। অভিযানে সদর উপজেলা থেকে ১ বিএনপি, কালীগঞ্জ উপজেলা থেকে ২ শিবির ও হরিণাকুণ্ডু উপজেলা ৫ জামায়াত কর্মীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে হরতাল অবরোধে নাশকতা সৃষ্টির অভিযোগও রয়েছে। আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Leave a comment