ইয়েমেন নিয়ে ইরানকে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি

মাথাভাঙ্গা মনিটর: ইয়েমেনের সংঘর্ষে হুতি বিদ্রোহীদেরকে ইরানের মদদ দেয়ার অভিযোগের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে ইরানের হুমকির মুখে থাকা যেকোনো দেশকে যুক্তরাষ্ট্র সমর্থন দেবে। তাছাড়া ইরান ওই অঞ্চলকে অস্থিতিশীল করে তুললে যুক্তরাষ্ট্র চুপ করে বসে থাকবে না। ইয়েমেনের হুতি বিদ্রোহীদেরকে হটিয়ে পলাতক প্রেসিডেন্ট আব্দুরাব্বু মনসুর হাদির শাসন পুনর্প্রতিষ্ঠার জন্য সৌদিআরবের নেতৃত্বাধীন জোটকে সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র। ওদিকে ইরান ইয়েমেনের হুতি বিদ্রোহীদেরকে সামরিক সহায়তা দেয়ার অভিযোগ অস্বীকার করেছে। তবে গত বুধবার ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় উপকূলের এডেন উপসাগরে নৌবাহিনীর দুটো জাহাজ পাঠিয়েছে ইরান। ওই অঞ্চলে নৌ-জাহাজ চলাচলের রুটগুলোর সুরক্ষার জন্যই এ জাহাজ পাঠানো হয়েছে বলে দাবি করেছেন ইরানের নৌ-কমান্ডার রিয়ার এডমিরাল হাবিবুল্লাহ সায়য়ারি। ওদিকে পিবিএস নিউজআওয়ারে বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, ইরান যে হুতিদেরকে সমর্থন দিচ্ছে তা স্পষ্ট। ইরান থেকে নিশ্চিতভাবেই রসদ সরবরাহ হচ্ছে। প্রতিসপ্তাহেই বেশি কিছু ফ্লাইট ইয়েমেনে যাচ্ছে। তিনি আরো বলেন, ইরানের জেনে রাখা উচিত যে, অঞ্চল অস্থিতিশীল হয়ে উঠলে যুক্তরাষ্ট্র চুপ করে বসে থাকবে না। ইয়েমেনের এডেন বন্দরনগরীতে হুতি বিদ্রোহীদের সাথে প্রেসিডেন্ট হাদির অনুগত বাহিনীর লড়াই বাড়ছে। দেশজুড়ে হুতিদের ওপর অবিরাম বিমান হামলা চালিয়ে যাচ্ছে সৌদিআরব নেতৃত্বাধীন জোট। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি এ বিমান হামলা বন্ধের আহ্বান জানিয়ে সঙ্কট সমাধানে আঞ্চলিক দেশগুলোকে একযোগে কাজ করা উচিত বলে মন্তব্য করেছেন। ইয়েমেনে বিমান হামলাকে দেশটির অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ আখ্যা দিয়ে এ পদক্ষেপ ভুল বলেও সৌদি আরব ও এর মিত্রজোটকে সতর্ক করেছেন রুহানি। হামলা না চালিয়ে বরং সঙ্কট সমাধানে ইয়েমেনিদেরকে আলোচনার টেবিলে বসানোর আহ্বান জানিয়েছেন তিনি।

Leave a comment