আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও দু দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলার আয়োজন করা হয়েছে। আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত ওই সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সদ্য পদোন্নতিপ্রাপ্ত যুগ্মসচিব মো. দেলোয়ার হোসাইন। বিশেষ অতিথি ছিলেন হারদী এমএস জোহা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ওমর ফারুক, আলমডাঙ্গা ডিগ্রি কলেজ অধ্যক্ষ নজরুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আ.হ.ম শামীমুজ্জামান, প্রকল্পের বৈজ্ঞানিক কর্মকর্তা জন লিটন মুন্সি, সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা মশিউর রহমান, বৈজ্ঞানিক কর্মকর্তা সনজিদা মোস্তাফী, মহসিন ইসলাম, অজয় কান্তি মন্ডল।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু তালেবের উপস্থাপনায় উপস্থিত ছিলেন হারদী মীর শামসুদ্দীন আহমেদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম সাগর, আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান, পাঁচলিয়া জামাল উদ্দীন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৈয়ব আলী, কুমারী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান, পাইকপাড়া জনকল্যাণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌহিদ আলম লাভলু, এরশাদপুর একাডেমীর প্রধান শিক্ষক মতিয়ার রহমান, প্রাইম পলিটেকনিকের পরিচালক ইদ্রিস খান। জেলা প্রশাসক দেলোয়ার হোসাইন সদ্য পদোন্নতি পেয়ে যুগ্মসচিব হওয়ায় একই অনুষ্ঠানে তাকে ফুলেল অভিনন্দন জানায় আলমডাঙ্গা উপজেলা প্রশাসন, উপজেলা ভূমি অফিস ও আলমডাঙ্গা প্রেসক্লাব।