আইপিএলের মাঠে শাহরুখের ছেলে আব্রাম

মাথাভাঙ্গা মনিটর: বলিউড বাদশাহ শাহরুখ খান তার পুত্র আব্রামকে নিয়ে বুধবারের আইপিএলের প্রথম ম্যাচের জয় উপভোগ করলেন। এতোদিন শাহরুখপুত্র আব্রাম ঘরের ভেতরেই ছিলেন। আর প্রথমবারের মতো বাড়ির বাইরে এসে স্টেডিয়াম ভরা হাজারো দর্শকের সামনে এসে যারপরনাই অবাক দু বছরের ছোট্ট শিশু আব্রাম। এদিন নাইট রাইডার্সের জার্সি গায়ে পিতা-পুত্রকে এক সাথে দেখা যায়। হাজার হাজার দর্শকের দিকে এ সময় অবাক নয়নে তাকিয়ে থাকতে দেখা যায় আব্রামকে। তবে সেদিন মাঠে আব্রামের উপস্থিতিকে দলের জন্য সৌভাগ্য হিসেবেই বিবেচনা করা হচ্ছে। কারণ ইডেন গার্ডেনের মাঠে মুম্বাই ইন্ডিয়ানসকে সাত উইকেটে পরাজিত করে আইপিএলে শুভ সূচনা করে কোলকাতা নাইট রাইডার্স। বলিউড তারকা জুহি চাওলা ও জয় মেহতারর সাথে যৌথভাবে আইপিএলের দল কোলকাতা নাইট রাইডার্সের একাংশের মালিক কিং খান।

Leave a comment