১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস পালনের লক্ষ্যে প্রস্তুতি

দামুড়হুদা ও জীবননগর উপজেলা আ.লীগের নেতৃবৃন্দের সাথে এমপি টগরের বৈঠক

 

দর্শনা অফিস: আগামী ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস। দিবসটি প্রতি বছর মতো যথাযথ মর্যাদার সাথে পালনের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। দামুড়হুদা ও জীবননগর উপজেলা আ.লীগের নেতৃবৃন্দের সাথে প্রতিনিধি সমাবেশ করেছেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। গতকাল বুধবার সকাল ১০টার দিকে দর্শনা পৌর আ.লীগের কার্যালয়ে দামুড়হুদা উপজেলা আ.লীগের নেতৃবৃন্দের সাথে প্রতিনিধিসভা করা হয়েছে। দামুড়হুদা উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টুর সভাপতিত্বে এ সভায় ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবসের সকল আয়োজনে অংশ নেয়ার জন্য প্রস্তুতিমূলক আলোচনা করেন এমপি আলী আজগার টগর। উপস্থিত ছিলেন- চুযাডাঙ্গা জেলা আ.লীগের সাধারণ সম্পাদক, দামুড়হুদা উপজেলার সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ, উপজেলা আ.লীগের যুগ্মসম্পাদক ইউপি চেয়ারম্যান জাকারিয়া আলম, দর্শনা পৌর আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান হাজি সহিদুল ইসলাম, আ.লীগ নেতা আবু জাফর, উসমান গনি, নজির আহম্মেদ, বরকত আলী, মুনতাজ আলী, এনামুল হক ইনু, শহিদুল ইসলাম, গোলাম ফারুক আরিফ, আলী মুনসুর বাবু, হবা জোয়ার্দ্দার, যুবলীগ নেতা আ. হান্নান ছোট, শেখ আসলাম আলী তোতা, মামুন শাহ, আ. সালাম ভুট্টো, ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম ববি প্রমুখ। পরপরই জীবননগর উপজেলা আ.লীগের নেতৃবৃন্দের সাথে প্রতিনিধি সমাবেশ করেন এমপি আলী আজগার টগর। উপস্থিত ছিলেন- জীবননগর উপজেলা চেয়ারম্যান আ. লতিফ অমল, আ.লীগ নেতা জাহাঙ্গীর আলম, আ. হান্নান, আ. মালেক, আ. শুকুর, শেখ শফিকুল ইসলাম মুক্তার, মোখলেসুর রহমান টজো, আ. কাদের, রায়পুর ইউপি চেয়ারম্যান তাহাজ্জদ হোসেন, রবিউল হক, যুবলীগ নেতা আ. সালাম ইশা প্রমুখ। এমপি টগরের সাথে জীবননগর ও দামুড়হুদা উপজেলা আ.লীগের পৃথক দুটি বৈঠকে দু উপজেলার সকল পৌর এবং ইউনিয়ন আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।