যুক্তরাষ্ট্রে বাবাসহ সাত শিশুর লাশ উদ্ধার

মাথাভাঙ্গা মনিটর: যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডের প্রিন্সেস এ্যানিতে একটি বাড়ি থেকে পিতা ও সাত সন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত পিতার নাম রডনি টড। ধারণা করা হচ্ছে, কার্বন মনোক্সাইডের বিষক্রিয়ায় এ ঘটনা ঘটেছে। ওই ব্যক্তির সত্বাবা লয়েড এডওয়ার্ড বলেছেন, বিদ্যুত বিল বকেয়া রাখার কারণে বিদ্যুত বিভাগ তার বাড়ির সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিলো। ৩৬ বছর বয়সী টড তার পরিবারের সদস্যদের উষ্ণ রাখার জন্য একটি জেনারেটর চালু করেন। জেনারেটর চালুর পর সম্ভবত সেটি থেকে কার্বন মনোক্সাইড নিসরণ হওয়ায় টডের দু ছেলে ও পাঁচ মেয়ে বিষক্রিয়ায় মারা যায়। তবে পুলিশের পক্ষ থেকে মৃত্যুর বিষয়ে এখনো কিছু জানানো হয়নি। পুলিশ জানিয়েছে, তারা বাড়িটির রান্নাঘরে জ্বালানিহীন একটি জেনারেটর পেয়েছেন। এ মৃত্যুর কারণ উদঘাটনের জন্য তারা অনুসন্ধান চালাচ্ছেন। কার্বনসমৃদ্ধ কিছু পোড়ানো হলে রঙ ও গন্ধহীন কার্বন মনোক্সাইড গ্যাস নির্গত হয়।