মেহেরপুরের গাংনীতে গাঁজাসহ তিনজন গ্রেফতার

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী থানা পুলিশের পৃথক দুটি অভিযানে ১ কেজি ৪ পুরিয়া গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে হাড়াভাঙ্গা ও রাতে বামন্দীতে ওই অভিযান চালানো হয়। তিনজনই মাদকব্যবসায়ী ও মাদকসেবী বলে পুলিশ জানিয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পাকুড়িয়া গ্রামের মৃত ইয়াদ আলীর ছেলে আসাদুল ইসলাম মধু (২৪) ও ইছাহাক শাহের ছেলে রফসা শাহ (৩০) এবং গাংনীর বালিয়াঘাট গ্রামের উজ্জ্বল হোসেন (২৩)।

গাংনী থানার ওসি আকরাম হোসেন জানান, দুপুরে বামন্দী-কাজিপুর সড়কের হাড়াভাঙ্গা চন্দ্রঘোনা এলাকা থেকে ১ কেজি গাঁজাসহ মধু ও রফসা শাহকে গ্রেফতার করেন পীরতলা পুলিশ ক্যাম্প ইনচার্জ এএসআই সুবির। গাঁজা বিক্রির উদ্দেশে তারা নসিমনযোগে বামন্দীর দিকে যাছিলো। অপরদিকে রাত নয়টার দিকে বামন্দী বাজার থেকে বামন্দী পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই সুশান্ত কুমার পাল ৪ পুরিয়া গাঁজাসহ উজ্জ্বলকে গ্রেফতার করেন। তিনজনের নামে গাংনী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।