স্টাফ রিপোর্টার: পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের ওয়ানডে ক্রিকেটের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতকাল বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে প্রথম দু ওয়ানডের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন মুখ হিসেবে দলে স্থান পেয়েছেন রনি তালুকদার। এছাড়া দলে চমক হিসেবে ঢুকেছেন পাঁচটি ওয়ানডে খেলা অলরাউন্ডার আবুল হোসেন। দলের সদস্যরা হলেন- মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহঅধিনায়ক), তামিম ইকবাল, রনি তালুকদার, সৌম্য সরকার, মমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, নাসির হোসেন, সাব্বির রহমান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন ও আরাফাত সানি। নিষেধাজ্ঞা থাকায় দু দিনের ওয়ানডে ম্যাচের প্রথমটিতে অংশ নিতে পারবেন না অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তার পরিবর্তে প্রথম ম্যাচে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন অলরাউন্ডার সাকিব আল হাসান। বিশ্বকাপে তিন ম্যাচে মাত্র ৯ রান করা ইমরুল কায়েস বাদ পড়েছেন। আর কাঁধের অস্ত্রোপচারের পর সম্পূর্ণ সেরে না ওঠায় দলে নেই উদ্বোধনী ব্যাটসম্যান এনামুল হক।
১৭, ১৯ ও ২২ এপ্রিল সিরিজের তিনটি ওয়ানডেই হবে ঢাকার মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে। ২৪ এপ্রিল শের-ই-বাংলা স্টেডিয়ামে হবে বাংলাদেশ ও পাকিস্তানের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে শুরু হবে ২৮ এপ্রিল। শের-ই-বাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৬ মে। আগামী ১৩ এপ্রিল ঢাকায় এসে পৌঁছুবে পাকিস্তান দল।