হরতালে গাড়ি ভাঙচুর পুলিশের গুলি : গ্রেফতার ৩ শতাধিক

স্টাফ রিপোর্টার: গাড়ি ভাঙচুর, পুলিশের গুলি, বিক্ষিপ্ত মিছিল-সমাবেশ ও গণগ্রেফতারের মধ্যদিয়ে জামায়াতের ডাকা হরতালের প্রথমদিন অতিবাহিত হয়েছে। চুয়াডাঙ্গা-মেহেরপুরে হরতালের নূন্যতম প্রভাব পরিলক্ষিত হয়নি। দোকান পাঠ স্বাভাবিক ভাবেই খোলা ছিলো। আন্তঃজেলা সড়কে পরিবহনও চলেছে স্বাভাবিকভাবে।
দলের সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখার প্রতিবাদে দু দিনের হরতালের ঘোষণা দিয়েছে জামায়াত। গতকাল প্রথম দিনের হরতালে সিলেটে কয়েকটি গাড়ি ভাঙচুর করে শিবিরকর্মীরা। এ সময় পুলিশ গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে। বগুড়ায় যাত্রী নামিয়ে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের হয়নি। হরতালের সমর্থনে রাজধানীসহ সারাদেশে ঝটিকা মিছিল-সমাবেশ করেছে জামায়াত-শিবির। এ সময় পুলিশের হামলায় প্রায় অর্ধশত নেতাকর্মী সমর্থক আহত হয়েছেন। গ্রেফতার হয়েছেন তিন শতাধিক। এদিকে আজও দেশব্যাপি সর্বাত্মক হরতাল অব্যাহত রাখার আহ্বান জানান জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান। গতকাল এক বিবৃতিতে তিনি বলেন, জামায়াতকে নিশ্চিহ্ন করার হীন উদ্দেশ্যেই সরকার দলটির নেতৃবৃন্দকে হত্যার ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে মুহাম্মদ কামারুজ্জামানকে হত্যার ষড়যন্ত্র চলছে।