সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৫ জন নিহত

স্টাফ রিপোর্টার: লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো আটজন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বেলা ১২টায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের সদর উপজেলার খেদাবাগ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মো. ফারুক মিয়া (৩৫), তার মা জোবেদা (৬৫), ফারুকের ভাবি বানু (৩২) ও তার দু সন্তান লাবণী (৮) ও মানিক (১০ মাস)। নিহতদের বাড়ি পঞ্চগ্রাম ইউনিয়নের শিববাড়ি গ্রামে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রংপুর থেকে কুড়িগ্রামগামী নাম ও নম্বর প্লেটবিহীন যাত্রীবাহী বাসটি খেদাবাগ বাজারের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আটোরিকশা যাত্রীর তিনজন এবং অপর দুজন কুড়িগ্রাম জেলা সদর হাসপাতালে নেয়ার পথে মারা যায়। তারা আত্মীয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলেন বলে জানা গেছে।

Leave a comment