মহেশপুরে এমপি নবী নেওয়াজকে পৌর আ.লীগের পক্ষ থেকে গণসংবর্ধনা প্রদান

মহেশপুর প্রতিনিধি: গতকাল মঙ্গলবার সকালে মহেশপুর পৌর আ.লীগের পক্ষ থেকে কলেজ বাসস্ট্যান্ড ভাস্কর্য মোড়ে ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য নবী নেওয়াজকে গণসংবর্ধনা প্রদান করা হয়। পৌর আ.লীগের সভাপতি অমল কুমার কুণ্ডুর সভাপতিত্বে বক্তব্য রাখেন- এমপি নবী নেওয়াজ, জেলা কৃষকলীগের সহসভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, আ.লীগ নেতা কায়দার আলী, পৌর আ.লীগ নেতা এমদাদুল হক বুলু, যুবলীগ নেতা হাসানুজ্জামান আলিম, মইনুদ্দিন হেকিম, পৌর যুবলীগ সভাপিত আতিয়ার রহমান, আলমগীর হোসেন, কবির হোসেন, ছাত্রলীগ নেতা আমিনুর রহমান প্রমুখ। গত ২৮ মার্চ থেকে শুরু হওয়া ভিয়েতনামের হেনয়তে অনুষ্ঠিত ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) সম্মেলন শেষে গতকাল মঙ্গলবার মহেশপুরে ফিরে এলে এ গণসংবর্ধনা দেয়া হয়।

Leave a comment