মাথাভাঙ্গা মনিটর: ছেলের বিশ্বকাপ খেলতে না পারার কষ্ট এখনো ভুলতে পারেননি যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ। আগে-পরে তিনি ভারতীয় ক্রিকেট বোর্ড ও দলটির অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনিকে দুষলেও এবার দিলেন অভিশাপ। বললেন, একদিন ধোনির হাতে ভিক্ষার ঝুলি উঠবে। সেদিন তার পাশে কেউ থাকবে না। ২০১১ সালে ভারতের বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা যুবরাজের বাবার ধারণা ধোনির কারণেই তার ছেলে ২০১৫ ক্রিকেট বিশ্বকাপে খেলতে পারেনি।