নতিপোতা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার বেড়বাড়ি গ্রামে তামাকঘর পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার রাত ১টার দিকে।
জানা গেছে, বেড়বাড়ি গ্রামের নোহারীর ছেলে রফিক (২৫) ও মৃত সবুর আলীর জামাতা নিহাছদ্দীন (৩৫) একসাথে তামাকচাষ করেন। তামাক জ্বালানোর শেষে ঘুমাতে যাওয়ার পর হঠাৎ রাত ১টার দিকে তামাকের পোড়া গন্ধে তাদের ঘুম ভেঙে যায় এবং তারা আগুন আগুন বলে চিৎকার করলে গ্রামের লোকজন এসে আগুন নেভাতে চেষ্টা করে ব্যর্থ হয়। এতে ভেতরে থাকা তামাকসহ পুরো তামাকঘর আগুনে পুড়ে যায়। তবে কীভাবে আগুনের সূত্রপাত তা জানা যায়নি।