দাপুটে জয়ে শুরু শেখ জামালের

মাথাভাঙ্গা মনিটর: দাপুটে জয় দিয়ে প্রিমিয়ার লিগের ২০১৪-১৫ মরসুম শুরু করেছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। উদ্বোধনী ম্যাচে ফরাশগঞ্জকে ৪-১ গোলে হারিয়েছে তারা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গতকাল মঙ্গলবার শেখ জামালের ল্যান্ডিং ডারবো দুটি, মামুনুল ইসলাম ও ওয়েডসেন আনসেলমে একটি করে গোল করেন। ফরাশগঞ্জের গোলদাতা পিটার আকিন। ম্যাচে এগিয়ে গিয়েছিলো ফরাশগঞ্জই। দশম মিনিটে পিটার আকিনকে বক্সের মধ্যে শেখ জামালের ডিফেন্ডার কেষ্ট কুমার দাস ফেলে দিলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তা থেকে গোল করতে ভুল হয়নি নাইরেজিয়ার ফরোয়ার্ড আকিনের।

পাঁচ মিনিট পরই আসরের বর্তমান চ্যাম্পিয়নদের সমতায় ফেরান ওয়েডসেন আনসেলমে। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় শেখ জামাল। ৪৭তম মিনিটে ল্যান্ডিং ডারবো ফ্রি-কিক থেকে লক্ষভেদ করে দলকে এগিয়ে দেন। ৭৫তম মিনিটে মামুনুল ইসলাম ব্যবধান আরো বাড়িয়ে নেয়ার পর যোগ করা সময়ে ডাবরো স্কোরলাইন ৪-১ করে দেন।