ঝিনাইদহ প্রতিনিধি: চলমান হরতাল অবরোধে নাশকতার আশঙ্কায় ৮ বিএনপি-জামায়াত ও শিবির নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে দুজন বিএনপি, ৫ জন জামায়াত ও ১ জন শিবির নেতাকর্মী রয়েছেন।
ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার হাসানুজ্জামান জানান, নাশকতার আশঙ্কায় পুলিশ জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালায়। এ সময় হরিণাকুণ্ডু উপজেলা থেকে ১ জন বিএনপি ও ৩ জন জামায়াত, শৈলকুপা উপজেলা থেকে ১ জন বিএনপি, মহেশপুর উপজেলা থেকে দুজন জামায়াত ও কালীগঞ্জ উপজেলা থেকে ১ শিবিরকর্মীকে আটক করা হয়। আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।