খুনের দায়ে ফাঁসি কার্যকর

স্টাফ রিপোর্টার: খুনের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামির ফাঁসি কার্যকর করা হয়েছে গাজীপুরের কাশিমপুর কারাগারে। কাশিমপুরের হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেলসুপার মো. মিজানুর রহমান জানান, সোমবার রাত ১১টা ১মিনিটে আজিজুল হক বাচ্চু (৩৫) নামের ওই আসামির ফাঁসি কার্যকর করা হয়। বাচ্চু কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার পিটুয়া গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে। নাটোরে জোড়া খুনের মামলায় তাকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন আদালত। গাজীপুরের সিভিল সার্জন আলী হায়দার খান, অতিরিক্ত জেলা ম্যাজিট্রেট মোহাম্মদ হোসেন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরিফুল ইসলাম দণ্ড কার্যকরের সময় উপস্থিত ছিলেন।

Leave a comment