এক মিনিটেই মোবাইলে চার্জ!

মাথাভাঙ্গা মনিটর: মাল্টিটাস্কিং করলে মোবাইলফোনের চার্জ দ্রুত শেষ হয়ে যায়! তাই দ্রুত চার্জ দেয়ার বিষয়টি অনেকেই চান। যদি এক মিনিটেই মোবাইলের ব্যাটারিতে চার্জ দেয়া যায়! কেমন হয় তাহলে? দ্রুত মোবাইলে চার্জ দেয়ার বিষয়টি সম্পর্কে সম্প্রতি একটি সুখবর দিয়েছেন যুক্তরাষ্ট্রের গবেষকেরা। সহজেই ভাঁজ করা যায় এমন অ্যালুমিনিয়ামের তৈরি ব্যাটারি তৈরির দাবি করেছেন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা, যা ৬০ সেকেন্ডের মধ্যেই পূর্ণ চার্জ করে ফেলা সম্ভব। গবেষণা সম্পর্কিত নিবন্ধ প্রকাশিত হয়েছে নেচার সাময়িকীতে। গবেষণার প্রধান লেখক ও রসায়ন বিভাগের অধ্যাপক হোংজি ডাই এ ব্যাটারি সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন। গবেষক ডাই জানিয়েছেন, আমরা পুনরায় চার্জযোগ্য (রিচার্জেবল) অ্যালুমিনিয়াম ব্যাটারি উদ্ভাবন করেছি যা বর্তমানে স্মার্টফোন বা স্টোরেজ ডিভাইসগুলোতে ব্যবহৃত ব্যাটারির বিকল্প হতে পারে।