মাথাভাঙ্গা মনিটর: পরমাণু চুক্তির আলোকে ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা ধাপে ধাপে প্রত্যাহার করা হবে বলে পরিষ্কার করেছে যুক্তরাষ্ট্র। অপরদিকে চূড়ান্ত পরমাণু চুক্তিতে ইসরায়েলকে ইরানের স্বীকৃতি দেয়ার বিষয়টি থাকতে হবে, ইসরায়েলের এমন দাবি নাকচ করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। দেশের ন্যাশনাল পাবলিক রেডিওকে দেয়া এক সাক্ষাৎকারে ওবামা বলেছেন, আমরা যাচাই করার সুযোগসহ ইরানের সাথে একটি চুক্তি করে তাতে শর্তারোপ করবো, পরমাণু অস্ত্র তৈরি করা যাবে না, ইসরায়েলকে স্বীকৃতি দিতে হবে; এগুলো বলা আর ইরানের শাসন কাঠামো সম্পূর্ণ না পাল্টানো পর্যন্ত আমরা কোনো চুক্তিতে সই করবো না বলা একই কথা। আমি মনে করি, এটা গোঁড়ামিপূর্ণ ভুল বিবেচনা। আমরা নির্দিষ্টভাবে চাই, ইরানের যেন পরমাণু অস্ত্র না থাকে, কারণ আমরা ইরানের শাসন কাঠামো পরিবর্তন হওয়ার ওপর নির্ভর করতে পারি না, বলেছেন ওবামা। এরই মধ্যে হোয়াইট হাউসের মুখপাত্র জোস আর্নেস্ট এক সংবাদ সম্মেলনে বলেছেন, চূড়ান্ত চুক্তির আলোকে ইরানের উপর থেকে ধাপে ধাপে নিষেধাজ্ঞা তুলে নেয়ার যুক্তরাষ্ট্রের দাবির বিষয়ে কোনো দ্ব্যর্থতা নেই। তবে বিষয়টি বিস্তারিত আলোচনার মাধ্যমে নির্ধারণ করতে হবে। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে আরোপ করা সব নিষেধাজ্ঞা একদিনে তুলে নেয়া হবে, আমরা কখনোই এমন অবস্থানে ছিলাম না। যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতা ও অন্যান্য সমালোচকদের কাছে ইরানের সাথে সম্পাদিত খসড়া পরমাণু চুক্তিটি তুলে ধরতে হোয়াইট হাউস নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বৃহস্পতিবার ইরানের সথে যুক্তরাষ্ট্র ও আরো পাঁচটি বিশ্বশক্তির ওই খসড়া চুক্তিটি হয়েছে।