আলমডাঙ্গার বাদেমাজু-বিনোদপুর এলাকায় অবৈধভাবে জিকে ক্যানেলের শ শ গাছ কাটার মহোৎসব

স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গার আটকপাট থেকে জামজামির দিকে প্রবাহিত মেন ক্যানেলের দু ধারের শ শ ইপিল ইপিল গাছ দুর্বৃত্তরা কেটে বিক্রি করছে। দুর্বৃত্তদের ভয়ে বৃক্ষরোপণকারী এনজিও মালিকও নীরব। স্থানীয়রা এ তথ্য দিয়ে বলেছেন, প্রশাসনের আশু দৃষ্টি দেয়া দরকার।
জানা গেছে, আলমডাঙ্গার আটকপাট থেকে জামজামির দিকে প্রবাহিত জিকে মেন ক্যানেলের দু পাশে লিজ সাপেক্ষে সোর্স এনজিও বৃক্ষরোপণ করে। রোপিত বৃক্ষ দেখার মতো হলে কয়েক বছর পূর্বে আমেরিকা প্রবাসী রতন ওয়াপদার নিকট থেকে তিনিও লিজ নিয়েছেন দাবি করে লোকজন দিয়ে প্রায় অর্ধকোটি টাকার গাছ কেটে নেন। সে সময় ওই ক্যানেলের যে সকল গাছ নেহায়েত কাটার অযোগ্য ছিলো, সেগুলো এখন নজরে পড়ার মতো হয়েছে। গতকাল ঝড়ে বেশ কিছু গাছ উপড়ে ও ভেঙে পড়ে। এ সুযোগে দুর্বৃত্তরা গতকাল সোমবার জন দিয়ে শ শ গাছ কেটে বিক্রি করেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আলমডাঙ্গার বাদেমাজু গ্রামের জয়নাল, রেয়ানুর এবং বিনোদপুরের সোনা ও মস্তক ওরফে মস্তফা এ অপকর্মে জড়িত। এলাকার একাধিক ব্যক্তি জানিয়েছেন, তারা জন দিয়ে গাছ কেটে প্রায় দু হাজার মণ খড়ি যমুনা মাঠের ভাদুর ইটভাটায় বিক্রি করেছে। এছাড়া কাঠগুলো বিক্রি করেছে কাঠব্যবসায়ী ঝন্টুসহ হাউসপুরের এক স’মিলে। প্রশাসন ম্যানেজ করেই কতিপয় গাছখোর দুর্বৃত্ত এ বৃক্ষনিধনে নেমেছে বলে এলাকাবাসীর অভিযোগ। বৃক্ষরোপণকারী এনজিও কর্তৃপক্ষও দুর্বৃত্তদের ভয়ে বাধা কিংবা প্রশাসনিক ব্যবস্থা নিতে ভয় পাচ্ছে বলে জানা যায়।