জীবননগর ব্যুরো: জীবননগর ইসলামী ব্যাংক থেকে টাকা উত্তোলন করে বাড়ি ফেরার পথে এক প্রতারক কৌশলে বৃদ্ধা হালিমা খাতুনের (৬৫) নিকট থেকে ৮০ হাজার টাকা হাতিয়ে নেয়ার ঘটনা ৫ দিন অতিবাহিত হলেও পুলিশ এখন পর্যন্ত ওই অর্থ উদ্ধার করতে পারেনি। সেই সাথে চিহ্নিত করা যায়নি প্রতারককে। তবে পুলিশ হাতিয়ে নেয়া অর্থ উদ্ধার ও ওই প্রতারককে শনাক্ত করে গ্রেফতারে মাঠে রয়েছে বলে থানাসূত্রে জানা গেছে।
জীবননগর উপজেলার সুবলপুর গ্রামের নাজির উদ্দিন তরফদারের স্ত্রী হালিমা খাতুন গত ২ এপ্রিল দুপুরে ইসলামী ব্যাংক জীবননগর শাখা থেকে ৮০ হাজার টাকা উত্তোলন করেন। ওই টাকা নিয়ে ব্যাংকের বাইরে আসার পর প্রতারকের খপ্পরে পড়েন তিনি। এ সময় ওই প্রতারক তাকে বলে চাচি আপনার শাড়িতে ময়লা, ধুয়ে ফেলুন। প্রতারক যুবকের কথায় নিজের কাপড় দেখার চেষ্টা করেন হালিমা। এ সময় প্রতারক ওই যুবক বৃদ্ধার সহযোগিতায় এগিয়ে যায়। এ সময় সে কৌশলে বৃদ্ধার কাপড়ে ময়লা লাগিয়ে দেয় এবং ধুয়ে দেয়ার জন্য পাশের একটি টিউবওয়েলে নিয়ে যায়। বৃদ্ধার কাপড় পানি দিয়ে পরিষ্কার করে দেয়ার অজুহাতে প্রতারক যুবক তার নিকট থেকে ৮০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে মুহূর্তের মধ্যে পালিয়ে যায়। সারা জীবনের সঞ্চিত অর্থ মুহূর্তের মধ্যে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েন বৃদ্ধা হালিমা। লুণ্ঠিত টাকা না পেয়ে তিনি শোকাতুর হয়ে পড়েছেন। এদিকে ব্যাংকের সিসি ক্যামারায় ধারণকৃত ভিডিও ফুটেজ সংগ্রহ করে জীবননগর থানা পুলিশ। প্রতারককে শনাক্তসহ হাতিয়ে নেয়া অর্থ উদ্ধারে মাঠে নামে। কিন্তু গত ৫ দিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ। এ ব্যাপারে গতকাল সোমবার থানার অফিসার ইনচার্জ হুমায়ূন কবিরের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, পুলিশ ভিডিও ফুটেজ দেখে এখনো পর্যন্ত প্রকৃত প্রতারকতে শনাক্ত করা সম্ভব হয়নি। তবে পুলিশ হাতিয়ে নেয়া অর্থ উদ্ধারসহ ওই প্রতারককে গ্রেফতারে মাঠে রয়েছে বলে তিনি জানান। উল্লেখ্য, বৃদ্ধা হালিমা বিশিষ্ট রাজনীতিক মুসলিম লীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী মহাসচিব নবী চৌধুরীর শ্বাশুড়ি।