১৪ অ্যাম্পুল ঘুমের ইনজেকশনসহ বিক্রেতা পাকড়াও

চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের মাদকবিরোধী অভিযান

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা শহরতলী দৌলাতদিয়াড়ের বকুল ঘুমের ইনজকশনসহ পুলিশের হাতে ধরা পড়েছে। গতকাল সোমবার রাত ৮টার দিকে বড়বাজার মাথাভাঙ্গা ব্রিজের নিকট থেকে গোয়েন্দা পুলিশের একটি দল তাকে আটক করে। গতরাতেই মামলাসহ তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

ডিবি পুলিশ বলেছে, ব্রিজের আশপাশে বেশ কিছু মাদক বিক্রেতা ভ্রাম্যমাণভাবে মাদকদ্রব্য বিক্রি করে। গোপন সংবাদের ভিত্তিতে এসআই ইব্রাহিম, এএসআই জগদীশ, এএসআই রফিকুল সঙ্গীয় ফোর্স নিয়ে গতরাত অভিযান শুরু করেন। হাতেনাতে ধারা পড়ে বকুল। তার নিকট থেকে ১৪ অ্যাম্পুল ঘুমের ইনজেকশন উদ্ধার করা হয়। এ ইনজেকশন সে নেশাখোরদের মাঝে বিক্রির জন্য ঘুরছিলো। সে দৌলাতদিয়াড়ের কুদরত আলীর ছেলে। তাকে আজ মঙ্গলবার আদালতে সোপর্দ করা হতে পারে।