মেহেরপুর মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়ন শাখার আওয়ামী যুবলীগের ত্রিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার শিবপুর মাদরাসা প্রাঙ্গণে কাউন্সিল অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আওয়ামী যুবলীগ মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলা শাখার বাংলদেশ আওয়ামী যুবলীগ মেহেরপুর মুজিবনগর উপজেলার সভাপতি কামরুল হাসান চাঁদু ও সাধারণ সম্পাদক নাসির বিশ্বাস স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়- কাউন্সিল দুটি অধিবেশনে ভাগ করা হয়। প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন শান্তি মণ্ডল। দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলা শাখা সভাপতি কামরুল হাসান চাঁদু। সভায় সকল কাউন্সিলরদের উপস্থিতে সকলের মতামতের ভিত্তিতে মোনাখালী ইউনিয়নে আওয়ামী যুবলীগের এরশাদ আলীকে সভাপতি ও মফিজুর রহমানকে সাধারণ সম্পাদক করা হয়। -প্রেসবিজ্ঞপ্তি।