স্টাফ রিপোর্টার: যশোরের বেনাপোলে দিন-দুপুরে এক ব্যবসায়ীর ১১ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার বেনাপোল লোকাল বাসস্ট্যান্ডের কাছে সোনালী ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সন্দেহভাজন ৫-৬ জনকে আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান বলেন, বেলা ২টার দিকে রাতুল ইন্টারন্যাশনাল নামের বেনাপোলের এক সিঅ্যান্ডএফ ব্যবসায়ীর কর্মচারী আব্দুর রহিম আমদানিকৃত পণ্য খালাসের শুল্ক কর জমা দিতে ইসলামী ব্যাংক থেকে ১১ লাখ টাকা উঠিয়ে সোনালী ব্যাংকে যাচ্ছিলেন।
সোনালী ব্যাংকের সামনে পৌঁছা মাত্র মোটরসাইকেলে আসা তিন ছিনতাইকারী রহিমকে ইজিবাইক থেকে নামিয়ে মারধর করে এবং পিস্তল ঠেকিয়ে তার কাছে থাকা ১১ লাখ টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় সন্দেহভাজন কয়েকজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ছিনতাইকারীদের আটকে অভিযান চলছে বলে ওসি জানান।
সিঅ্যান্ডএফ এজেন্ট রাতুল ইন্টারন্যাশনালের মালিক আব্দুল লতিফ বলেন, অন্যান্য দিন সোনালী ব্যাংকের সামনে পোর্ট থানা পুলিশের টহল থাকলেও সোমবার সেখানে কোনো পুলিশ ছিলো না। শ শ লোকের সামনে অস্ত্র ঠেকিয়ে টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।