বাংলাদেশ-ভারত বাণিজ্য চুক্তির খসড়া অনুমোদন

 

স্টাফ রিপোর্টার: ভারত ও বাংলাদেশ দু দেশের মধ্যে বাণিজ্যের পাশাপাশি তৃতীয় দেশের সাথে বাণিজ্যের জন্য দু দেশের রেল, নৌ ও সড়ক পথ ব্যবহারের বিধান রেখে বাংলাদেশ ও ভারতের মধ্যে সংশোধিত বাণিজ্য চুক্তির খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। গতকাল সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা এ কথা জানান। তিনি বলেন, সংশোধন অনুযায়ী বাংলাদেশ ও ভারতের এ বাণিজ্য চুক্তির মেয়াদ ৩ বছরের স্থলে হবে ৫ বছর। ৫ বছর পর স্বয়ংক্রিয়ভাবে চুক্তি নবায়ন হয়ে যাবে। তবে কোনো পক্ষ চুক্তি নবায়ন করতে না চাইলে নোটিশ দেবে। এছাড়া বৈঠকে ‘দ্য পোর্টস (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ২০১৫’র খসড়া নীতিগত অনুমোদন দেয়া হয়েছে।