কুড়ুলগাছি প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার ফুলবাড়ি সীমান্তে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে এই পতাকা বৈঠক অনুষ্ঠিক হয়। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে দামুড়হুদা উপজেলার ফুলবাড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেন পিলার ৮৫/২৪’র নিকট শূন্যরেখা বরাবর ফুলবাড়ি মাঠ নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ফুলবাড়ি বিওপি কমান্ডার হাবিলদার মোখলেছুর রহমান এবং বিএসএফ’র পক্ষে নেতৃত্ব দেন ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের হরেন্দ্রপুর ক্যাম্প কমান্ডার এএসআই দিদাস সিং।