মাথাভাঙ্গা মনিটর: টি-টোয়েন্টি ক্রিকেটে কিপটে বোলিঙের বিশ্বরেকর্ড গড়লেন শ্রীলঙ্কার চানক্য ভেলেগেদারা। বোলিঙের পুরো কোটা শেষ করা বোলারদের মধ্যে সবচেয়ে কম রান খরচ করা ক্রিস মরিসের রেকর্ডে ভাগ বসিয়েছেন তিনি। গত রোববার সিংহলিজ স্পোর্টস ক্লাবের (এসএসসি) বিপক্ষে ৪ ওভার বল করে মাত্র ২ রান দেন তামিল ইউনিয়নের চানক্য। এর মধ্যে দু ওভারে কোনো রানই দেননি তিনি। গত বছর দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতায় কেপ কোবরার মরিস হাইভেল্ড লায়ন্সের বিপক্ষে ৪ ওভার বল করে ২ রান দিয়েছিলেন। ৪ ওভারের মধ্যে তিনটিতেই কোনো রান দেননি তিনি।
টি-টোয়েন্টিতে কিপটে বোলিংয়ে বিশ্বরেকর্ড
